মাইক্রোসফট অফিস

মাইক্রোসফট অফিস কোর্সে যা যা থাকছে

ব্যক্তিগত কাজ, একাডেমিক কিংবা ক্যারিয়ার -যেকোনো ক্ষেত্রে এগিয়ে থাকতে হলে যে বিষয়টি সম্পর্কে আপনাকে জানতেই হবে সেটি হলো মাইক্রোসফট অফিস। বিশ্বে ১২০ কোটি মাইক্রোসফট অফিস ইউজার রয়েছে। আর এই মাইক্রোসফট অফিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩টি সফটওয়্যার – MS Word, MS Excel ও MS PowerPoint. বই, চিঠিপত্র, রিজিউমি, অ্যাপ্লিকেশন, বা অন্য ডকুমেন্টেশনের কাজ লেখার জন্য মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহৃত হয়। অন্যদিকে, মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট ব্যবহৃত হয় যেকোনো মিটিং, ভার্সিটি প্রেজেন্টেশন কিংবা প্রজেক্ট স্লাইড আকারে সুন্দরভাবে উপস্থাপন করতে এবং Microsoft Excel ব্যবহৃত হয় হিসাব নিকাশ, ডাটা ক্লিনিং, ভিজুয়্যাল ও এনালাইজ করার জন্য। Microsoft Office Fundamental -এর এই কোর্সে, আপনি মাইক্রোসফ্ট ওয়ার্ড, মাইক্রোসফ্ট পাওয়ারপয়েন্ট এবং মাইক্রোসফ্ট এক্সেলের সকল বিষয় সম্পর্কে জানতে এবং শিখতে পারবেন। তাই একাডেমিক কিংবা প্রফেশনাল লাইফের সবচেয়ে প্রয়োজনীয় বিষয়গুলোতে স্কিলড হয়ে কাজের গতি ও প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য আজই এনরোল করুন Microsoft Office Fundamental কোর্সে।

কোর্স মডিউল